সফটওয়্যার ছাড়া IP Hide করার উপযুক্ত ব্যবস্থা.........................

ScreenShot1 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

কেমন আছেন বন্ধুরা! আশা করি ভাল আছেন।

আজ আলোচনা করব কিভাবে সফটওয়্যারি ছাড়া IP Hide কররেন।
আমরা আজকাল আইপি হাইড করতে নানান সফটওয়্যার, নানান সিস্টেম ব্যবহার করি। তবে, আমি আজকে যেটা দেখাব সেটা করতে কোনো সফটওয়্যার লাগবে না !

তার আগে জেনে নিই, প্রক্সি আইপি কিভাবে কাজ করেঃ

ScreenShot1 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !
আপনি যদি কোনো সফটওয়্যার ব্যবহার করেন (হটস্পট শিল্ড/সাইবার ঘোস্ট ভিপিএন) তাহলে তাদের নিজেদের ভিপিএন থাকে, এবং সফটওয়্যারটি আপনাকে তাদের ভিপিএন কানেক্ট করে দ্যে, ফলে আপনার ব্যান্ডউইথ তাদের লাইন দিয়ে ট্রান্সজিট হয়ে আসে অর্থা, বাইপাস এবং সেই সাথে আপনি তাদের আইপি ব্যবহারের সূযোগ পান। যদি এখানে ব্যান্ডউইথ ট্রান্সজিট না হত, তবে আপনি স্পিড পরিপূর্ণ পেতেন, কিন্তু অধিকাংশ সময় স্পিড পাওয়া যায় অনেক কম। আরেকটা কারণ হতে পারে যে, ভিপিএন এর ক্ষমতার অধিক সংখ্যক মানুষ কানেক্ট হয়ে আছে। যাই হোক, আমরা মূল কাজে যাই

কার্যপ্রণালিঃ

. প্রথমে এই লিঙ্কে যান।  (http://hidemyass.com)

. তারপর স্ক্রিনশটের মত ক্লিক করুন IP:Port Proxies

. তারপর আমরা অনেক আইপি দেখতে পাই, কিন্তু এদের মধ্যে অনেক নিম্নমানের স্পিড সমন্বিত কানেকশন রয়েছে এবং PL ল্যাব এর কানেকশনও রয়েছে। উল্লেখ্য, PL ল্যাবের আইপি সবাই ব্যবহার করতে পারে না। সুতরাং, আমাদের এখানে আইপি ফিল্টার করে ভালো গুলো বেছে নিতে হবে। স্ক্রিনশটের মত আমরা নির্দিষ্ট পোর্টের (8080, 808, 8008, 80, 8000) আইপি খুঁজব। প্রটোকোল সব থাকবে, এনোমিটি লেভেল হাই করে রাখব, প্লানেট ল্যাব বাদ দিয়ে দিব, স্পিড কানেকশন ফাস্ট রাখব
ScreenShot2 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

. তারপর এই রকম লিস্ট পাব
ScreenShot3 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

. এবার আমাদেরকে আমাদের ইন্টারনেট কানেকশনের সেটিংস যেতে হবে
Control Panel > Internet Options > Connections

. যে কানেকশনে আমরা আইপি চেঞ্জ করতে চাই, সেটিকে সিলেক্ট করে দান পাশে সেটিংস ক্লিক করুন !
ScreenShot4 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

. প্রক্সি সার্ভার থেকে Use a Proxy Server For this Connection টিক দিন
ScreenShot5 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

. এরপর হাইড মাই এস থেকে পাওয়া আইপি এড্রেস পোর্ট বসিয়ে দিন



প্রক্সি আইপি ব্যবহারের আগেঃ
ScreenShot6 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

প্রক্সি আইপি ব্যবহারের পরেঃ
ScreenShot7 নিজের আইপি নিজেই চেঞ্জ করুন, সফটওয়্যার লাগবে না !

খুন কঠিন লাগছে ? / বার করুন, পানির মত সোজা হয়ে যাবে আপনার কাছে, ব্যাপারই না ! বিষয়টা বুঝলে খুবই সোজা হবে !

ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশা করি,
ধন্যবাদ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি